যখন পড়বে না মোর-রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর-রবীন্দ্রসঙ্গীত (Jakhon Porbe Na Mor)
যখন পড়বে না মোর-রবীন্দ্রসঙ্গীত, সঙ্গীত এর লিরিকস ও গান টির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, জয়তি চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোলম চৌধুরী এবং আরও অনেক শিল্পী।
Song Credit
Song name: Jawkhon Porbena Mor
Composer and Lyrics: Rabindranath Tagore
Singer: Rupankar Bagchi
Music Arrangement: Indraadip Das Gupta
Guitar: Joy Sengupta
Sarod: Prateek Shrivastava
Back Vocal Design: Ishan Mitra
Mixing and Mastering: Amit Chatterjee @ IDP Studio
Music Label: SVF Music
Movie Credits :
Film: Shah Jahan Regency
Screenplay, Dialogues, and Direction: Srijit Mukherji
Cast: Parambrata Chatterjee, Abir Chatterjee, Anjan Dutt, Mamata Shankar, Swastika Mukherjee, Anirban Bhattacharya, Rittika Sen, Rituparna Sengupta, Kanchan Mullick, Babul Supriyo, Rudranil Ghosh, Sujoy Prosad Chatterjee, Pallavi Chatterjee, Ushasie Chakraborty & others
Cinematography: Gairik Sarkar
Editor: Pronoy Dasgupta
Music Directors: Anupam Roy, Prasen
Background Score: Indraadip Das Gupta
Lyrics: Anupam Roy, Dipangshu Acharya, Ritam Sen
Production Design: Shibaji Pal, Srijit Mukherji
Associate Director: Soumyabroto Rakshit
Sound Design: Anindit Ray
Costume Design: Sabarni Das
Associate Producer: Abhishek Daga
Rabindra Sangeet |
যখন পড়বে না মোর গানের লিরিক্স বাংলাতে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে –
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা,কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান,ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী, এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে ।
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
সকল খেলায় করব খেলা এই আমি – আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
Jokhan Porbe Na Mor Song Lyrics In English
Ami baibo na mor kheyar tori ei ghate go
Jokhon porbe na mor payer chinho ei bate
Chukiye debo becha kena,
Mitiye debo go, mitiye debo lena dena,
Bondho hobe ana gona ae haate-
Tokhon amay naiba mone rakhle,
Tarar pane cheye cheye naiba amay dakle
Jokhon porbe na mor payer chinho ei bate
Jokhon jombe dhula tanpuratar targulay,
Kantalota uthbe ghorer dhargulay, aha,
Jombe dhula tanpuratar targulay,
Phuler bagan ghono ghaser porbe sojja bonobaser,
Shayola ese ghirbe dighir dhargulay-
Tokhon amaye naiba mone rakhle,
Tarar pane cheye cheye naiba amay dakle.
Jokhon porbe na mor payer chinho ei bate
Tokhon emni korey bajbe banshi ei nate,
Katbe din katbe,
Katbe go din ajo jemon din kate, aha,
Emni korey bajbe banshi ei nate
Ghate ghate kheyar tori emni
Emni se din uthbe bhori-
Chorbe goru khelbe rakhal oe mathe.
Tokhon amay naiba mone rakhle,
Tarar pane cheye cheye naiba amay dakle.
Tokhon ke bole go shei probhate nei ami.
Sokol khelay korbe khela ae ami- aha,
Notun name dakbe more,bandhbe notun bahu-dore,
Asbo jabo chirodiner sei ami.
Tokhon amay naiba mone rakhle,
Tarar pane cheye cheye naiba amay dakle
Jokhon porbe na mor payer chinho ei bate
যখন পড়বে না মোর-রবীন্দ্রসঙ্গীত-Video
Jokhan Porbe Na Mor Listen Audio : CLICK HERE
যখন পড়বে না মোর MP3 Download
More Songs:
‘Se abar kemon pagol (সে আবার কেমন পাগল)’ song lyrics in English and Bengali