Tomay Chhere Jete Parlam Koi Lyrics (তোমায় ছেড়ে যেতে পারলাম কই)

Spread the love

Tomay Chhere Jete Parlam Koi Lyrics

Tomay Chhere Jete Parlam Koi Lyrics – “তোমায় ছেড়ে যেতে পারলাম কই” গানটি বাংলা সিনেমা “টেক্কা” থেকে একটি জনপ্রিয় প্রেমের গান। এতে প্রেমের আকুতি এবং আবেগ খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। রনজয় ভট্টাচার্যের কলমে ও সুরে গানটি কণ্ঠ দিয়েছেন শিল্পী অনুপম রায়। এর কথাগুলো গভীর অনুভূতির মাধ্যমে প্রেমের বিচ্ছেদ ও যন্ত্রণাকে তুলে ধরে, যা শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে। সুর ও সঙ্গীতের সংমিশ্রণও গানটিকে বিশেষ করে তোলে।

Tomay Chhere Jete Parlam Koi Song Credits

Singer – Anupam Roy
Music & Lyrics – Ranajoy Bhattacharjee
Arrangement & programming – Shamik Chakraborty
Acoustic ,Electric & Bass Guitars- John Paul
Violin – Sandipan Ganguly
Back vocals – Ranajoy Bhattacharjee
Vocals recorded by Anupam Das at Ananjan’s Studio.
Mixing & Mastering – Shiladitya Sarkar

Tomay Chhere Jete Parlam Koi Lyrics In Bengali

যখন জানলা দিয়ে ঝড়, এলোমেলো ঘর
তখন থমকে যাওয়ার ভয়, পালানোর সময়,
যেমন নিত্যনতুন ডাক তোমায় খুঁজে পাক
তেমন আসবো বলেই যাই,
বরফ ঢাকা স্মৃতির জলে পা ডোবাই।

জঠর দিয়ে তৈরি করছি যাকে
আমার চোখ খুঁজছে আজও তাকে,
নরম আঙ্গুল বুলিয়ে দিয়ে গালে
ভিজল কথা আড়ালে আবডালে ..

হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই,
হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই।

কেমন, আবাহনী সুর, ডাকছে বহুদূর
যেমন, কান্নাচাপা গান, যন্ত্রণার আজান।
তখন, আমার আলোর গান, তোমারই সন্ধান
তখন, ভুল পেরোলেই ঠিক,
ধুলোর চাদর আগলে রাখে চারিদিক।

আঁচল দিয়ে ঢেকে রাখতে যাকে
আমার চোখ ফিরে দেখতো তাকে,
স্রোতের টান ঠোঁটে রাখতে ভুলে
চাইতে কি আমাকে ফের মুখ তুলে ..

হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই,
হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই,
ও ও তোমায় ছেড়ে যেতে পারলাম কই।
ও ও তোমায় ছেড়ে যেতে পারলাম কই।

Tomay Chhere Jete Parlam Koi Lyrics In English

Jokhon janla diye jhor, elomelo ghor,
Tokhon thomke jaowar bhoy, palanor somoy,
Jemon nittyonotun daak tomay khuje paak
Temon asbo bolei jai,
Borof dhaka smritir jole paa dobai.

Jothor diye toiri korchi jaake
Amar chokh khujche aajo taake
Norom angul buliye diye gaale
Vijolo kotha arale aabdaale.

Haat bariye dakchi dekho oi
Tomay chere jete parlam koi
Haat bariye dakchhi dekho oi
Tomay chhere jete parlam koi.

Kemon abahoni sur dakche bohudur,
Jemon kannachapa gaan jontronar aajan,
Tokhon tomar aalor gaan tomari sondhan,
Tokhon bhul perolei thik,
Dhulor chador aagle rakhe charidik.

Achol diye dheke rakhte jaake
Amar chokh phire dekhto taake
Sroter taan thote rakhte bhule
Chaite ki amake pher mukh tule.

Haat bariye dakchi dekho oi
Tomay chhere jete parlam koi।
Haat bariye dakchi dekho oi
Tomay chhere jete parlam koi।
Oo tomay chhere jete parlam koi
Oo tomay chhere jete parlam koi.

Tomay Chhere Jete Parlam Koi Lyrics (তোমায় ছেড়ে যেতে পারলাম কই) Audio

রনজয় ভট্টাচার্যের কলমে ও সুরে গানটি কণ্ঠ দিয়েছেন শিল্পী অনুপম রায়। এর কথাগুলো গভীর অনুভূতির মাধ্যমে প্রেমের বিচ্ছেদ ও যন্ত্রণাকে তুলে ধরে, যা শ্রোতাদের মনে গভীর ছাপ ফেলে।

Tomay Chhere Jete Parlam Koi Lyrics (তোমায় ছেড়ে যেতে পারলাম কই) FAQ's

Who is the singer of Tomay Chhere Jete Parlam Koi?

Tomay Chhere Jete Parlam Koi song is sung by Anupam Roy.

Tomay Chhere Jete Parlam Koi is a bengali song from Tekka bengali movie.

The song Tomay Chhere Jete Parlam Koi is composed by Ranajoy Bhattacharjee.

Ranajoy Bhattacharjee has written the song “Tomay Chhere Jete Parlam Koi”.

More Lyrics:

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hello