কৃষ্ণের অষ্টোত্তর শতনাম | 108 Names Of Lord Shree Krishna

Spread the love

কৃষ্ণের অষ্টোত্তর শতনাম – Aditi Munshi Lyrics

Singer Aditi Munshi

কৃষ্ণের অষ্টোত্তর শতনাম

জয় জয় গোবিন্দ গোপল গদাধর।

কৃষ্ণচন্দ্র কর কৃপা করুনা সাগর।।

জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি।

শ্রীরাধার প্রাণধণ মুকুন্দ মুরারী।।

হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে।

বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।।

দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে।

না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে।।

কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু।

মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।।

ফলরূপে পুত্র-কণ্যা ডাল ভাঙি পড়ে।

কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে।।

যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে।

মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে।।

বাসুদেব রাখি এলো নন্দের মন্দিরে।

নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।

শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন। ১

যশোদা রিখিল নাম যাদু বাছাদন।। ২

উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। ৩

ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।। ৪

সুবল রাখিল নাম ঠাকুর কানাই। ৫

শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।।৬

ননীচোরা নাম রাখে যতেক গোপিনী। ৭

কালোসোনা নাম রাখে রাধা-বিনোদীনি।। ৮

কুব্জা রাখিল নাম পতিত-পবন হরি। ৯

চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।। ১০

অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। ১১

কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।। ১২

কণ্বমুনি নাম রাখে দেব চক্রপাণি।১৩

বনমালি নাম রাখে বনের হরিণী।।১৪

গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন। ১৫

অজামিল নাম রাখে দেব নারায়ণ।। ১৬

পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ। ১৭

দ্রৌপদি রাখিল নাম দেব দীনবন্ধু।।১৮

সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯

ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০

দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর।২১

পশুপতি নাম রাখে গরুড় মহাবীর। ২২

যুধিষ্টির নাম রাখে দেব যদুবর। ২৩

বিদূর রাখিল নাম কাঙ্গাল-ঈশ্বর।।২৪

বাসুকি রাখিল নাম দেব সৃষ্ঠি-স্থিতি।২৫

ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।। ২৬

নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭

ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মীনারায়ন।২৮

সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯

জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০

বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১

অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।।৩২

ভৃগুমুণি নাম রাখে জগতের হরি।৩৩

পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি।।৩৪

কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫

প্রল্হাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।। ৩৬

বশিষ্ট রাখিল নাম মুণী-মনোহর।৩৭

বিশ্বাবসু নাম রাখে নব জলধর।।৩৮

সম্বর্ত্তক নাম রাখে গোবদ্ধনধারী।৩৯

প্রাণপতি নাম রাখে যত ব্রজনরী।।৪০

অদিতি রাখিল নাম অরাতি-সূদন।৪১

গদাধর নাম রাখে যমল-অর্জুন।।৪২

মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।৪৩

দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।।৪৪

বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি।৪৫

বিরজা রাখিল নাম যমুনার পতি।।৪৬

বাণীপতি নাম রাখে গুরু বৃহষ্পতি।৪৭

লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।।৪৮

সান্দিপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯

পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০

পদ্মযোণী নাম রাখে অনাদির আদি।৫১

নট-নারায়ণ নাম রাখিল সম্বাদি।।৫২

হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩

ললিতা রাখিল নাম দূর্ব্বাদল শ্যাম।।৫৪

বিশাখা রাখিল নাম অঙ্গদ-মোহন।৫৫

সুচিত্রা রাখিল নাম শ্রী বংশী বদন।।৫৬

আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ।৫৭

চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮

জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯

গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০

ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১

দুর্ব্বাসা নাম রাখেন অনাথের নাথ।।৬২

রাসেশ্বর নাম রাখে যতেক মালিণী।৬৩

সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবাণী।। ৬৪

উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫

অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।।৬৬

কুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।৬৭

সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।।৬৮

অষ্টসখী নাম রাখে ব্রজেশ্বর ঈশ্বর।৬৯

সুরলোকে নাম রাখে অখিলের সার।।৭০

বৃষভানু নাম রাখে পরম-ঈশ্বর।৭১

স্বর্গবাসী নাম রাখে সর্ব্ব পরাৎপর।।৭২

পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩

রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।।৭৪

চিত্ররথ নাম রাখে অরাতি-দমন।৭৫

পুলস্থ রাখিল নাম নয়ন-রঞ্জন।।৭৬

কাশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।৭৭

ভান্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।।৭৮

সুমালী নাম রাখে পুরুষ প্রধান।৭৯

পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০

রজকিণী নাম রাখে নন্দের দুলাল।৮১

আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২

দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩

জ্যোতির্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক্যমুণি।।৮৪

অত্রিমুণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর।৮৫

গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।।৮৬

মরিচী রাখিল নাম অচিন্ত্য অচ্যূত।৮৭

জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদি সুত।।৮৮

রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯

বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল।। ৯০

সিদ্ধগন নাম রাখে পুতনা-নাশন।৯১

সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।।৯২

ভাগুরি রাখিল নাম অগতির গতি।৯৩

মৎসগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪

শুক্রাচার্য্য নাম রাখে অখিল-বান্ধব।৯৫

বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬

যদুগণ নাম রাখে যদুকুলপতি।৯৭

অশ্বিণীকুমার নাম রাখে সৃষ্ঠি-স্থিতি।।৯৮

অর্য্যমা রাখিল নাম কাল নিবারণ।৯৯

সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০

পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী।১০১

ত্রিভঙ্গ রাখিল নাম যত সহকারী।১০২

বঙ্কুচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩

মাধুরী রাখিল নাম গোপী মনোহারী।১০৪

মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপূরণ।১০৫

কুটিলা রাখিল নাম মদনমোহন।।১০৬

মঞ্জরী রাখিল নাম কর্মবন্ধ-নাশ।১০৭

ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ।১০৮

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hello
Verified by MonsterInsights